আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন ‘কেউ কেউ সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। খুশিতে লাভ নেই এই আশার আলো অচিরেই নিভে যাবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এরা এভাবেই খুশি হয় আনন্দের জগাই মাথায় নিয়ে নৃত্য করে। কিছুক্ষণ আগে বিএনপির এক নেতা নাকি বলে গেছেন তারা (বিএনপি) আশার আলো দেখছেন।অন্য ইস্যু মরে গেছে জনগণকে সঙ্গে নিয়ে আসুন। ঘটনায় দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নাই।’
মন্ত্রী বলেন, ‘দেশ আজ খুব ভাল অবস্থায় নেই। অনেকে শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে জনগণকে পাশে না পেয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমরা চক্রান্ত করি না কখনো, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প পাওয়ার সেন্টার। কিন্তু শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তাঁর কোন হাওয়ার ভবন ছিল না। শেখ কামালের মধ্যে যেসব গুণাবলি ছিল তা তার সমসাময়িককালের কারো মধ্যে আমি দেখিনি।’