কক্সবাজারে ফের ভূমিধসের ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।
কক্সবাজার শহর ও রামু উপজেলায় ভূমিধসের ঘটনা ঘটে মঙ্গলবার রাত তিনটার দিকে।
স্থানিয় পুলিশ বলছে, গভীর রাতে এই ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং দুজন নিখোঁজও রয়েছে।
যে দুটি শিশু মারা গেছে তারা দুজনই রামুর বাসিন্দা।
অন্যদিকে কক্সবাজারের ভূমিধসের ঘটনাটি ঘটেছে হোটেল ও মোটেল জোনের পাশে।
সোমবার থেকে কক্সবাজারে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হয়েছে। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।