গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লবের উপস্থায় দলীয় নেতার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনসহ তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড, নতুন পুরাতন সদস্য নবায়ন, জাতীয় শোক দিবস, নেতাকর্মীর মধ্যে সুসম্পর্কসহ সংগঠনকে গতিশীল সম্পর্কে দিক নির্দশনা মুলক বক্তব্য প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, জাহাঙ্গীর মন্ডল, প্রভাষক আব্দুল জলিল, জিল্লুর খন্দকারসহ ১১ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও দলীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।