গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার।
রোববার বিকেলে সাদুল্যাপুর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রহিমা খাতুন। বক্তব্য রাখেন সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খাঁন বিপ্লব, উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাদ চন্দ্র অধিকারী প্রমুখ।