গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক/১৭ সাদুল্যাপুর উপজেলা পর্যায়ে ৯ ব্যাক্তি-প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন যারা- সাদুল্যাপুর উপজেলার মধ্যপাড়া হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মামুন মিয়া-শ্রেষ্ঠ কাবশিশু, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মতিন মন্ডল-শ্রেষ্ঠ শিক্ষক, পীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহছিনা আকতার- শ্রেষ্ঠ শিক্ষিকা, মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি’র আবু তাহের মোহাম্মদ ছদরুল আমিন-শ্রেষ্ঠ এস.এম.সি, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি শফিকুল করিম মিন্টু-শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সমাজ কর্মী, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন-শ্রেষ্ঠ কাবশিক্ষক, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম-শ্রেষ্ঠ কর্মচারী, সহকারী শিক্ষা অফিসার ননী গোপাল চন্দ্র বর্মণ শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।
সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ জানান, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উল্লেখিত ব্যাক্তি-প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।