গাইবান্ধা প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠত্ব উপাধি অর্জন করেছেন। বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এক অফিস আদেশে এ ফলাফল ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার আবু রায়হান দোলন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল,দোলনসহ অন্যন্যা সহকারি শিক্ষা অফিসার বৃন্দ। উপজেলার সর্বমোট ৭টি প্রাথমিক বিদ্যালয়কে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়। তার মধ্যে ধাপেরহাট ইউনিয়নের মধ্যনিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ বিদ্যুৎ সাহী সদস্য হলেন আ,লীগ ধাপেরহাট শাখার সাধারণ সম্পাদক,আমবাগান বলিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মটর শ্রমিক ধাপেরহাট শাখার সাবেক সভাপতি শফিকুল কবির মিন্টু, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন, তহছিনা আক্তার পীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারি শিক্ষা অফিসার দোলন জানান, জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক দির্ঘ যাচাই বাচাই করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যাক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। মধ্যনিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন মিয়া জানান, এই কৃতিত্ব আমার একার না সকল সহকারি শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দের সফল প্রচেষ্টায় আমার প্রতিষ্ঠান আজ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হয়েছে।শ্রেষ্ঠ বিদুৎসাহী শফিকুল কবির মিন্টুর ছবি।