খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রওজা ল্যাবে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফ হাসান। উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গোবিন্দগঞ্জ থেকে আসা এক রোগী বলেন আমরা গরীব মানুষ খোঁজ নিয়ে চিকিৎসা নিতে এসেছি।
রওজা ল্যাবের ম্যানেজার মামুন বলেন, আমরা ফ্রী মেডিকেল ক্যাম্পের জন্য প্রচার করেছি। সকল শ্রেণী পেশার রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।
রওজা ল্যাবের কর্ণধার ফারুক হোসেন মন্ডল বলেন গরিব, অসহায়, দুঃস্থ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি, আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।