খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাসি অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ছাবেদ আলী রহমান জিতু (৩২) এবং একই জেলার কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত বাহাদুর আলী মন্ডলের ছেলে জান্নাতুল ফেরদাউস (৩৫)।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় নীলফামারী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাসি করে ওই ২ জনের কাছ থেকে ২০ বোতল করে মোট ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।