খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাটচাষীদের সচেতনায় আদর্শ পাটচাষী প্রশিক্ষণ এবং বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
স্বল্পব্যয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক ফলন উৎপাদনের সচেতনায় উপজেলার ১১ ইউনিয়নের ৭৫ জন নারী পুরুষ আদর্শ পাটচাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণার্থী পাটচাষীদের সাথে মতবিনিময় করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (আইন-৩) মো. গোলাম ফারুক।
উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী।
বিশেষ আলোচক হিসেবে প্রশিক্ষণে আলোকপাত করেন গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মতিউল আলম ও অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া। এসময় উপজেলা বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা রিপোর্টার্স কাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন ও সাংবাদিক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে উন্নতমানের পাটবীজ ও পলিথিনের ব্যবহাররোধে একটি পাটের ব্যাগ তুলে দেয়া হয়।