খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেফকার করা হয়।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ নেতা বিপ্লবকে সদর থানায় নেয়া হয়েছে। সদর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.