জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায অভিযোগ দায়ের হলে মুন নামে এক যুবককে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হাতীবান্ধা উপজেলার তেল পাম্প এলাকায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামি হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। ওই মামলার জের ধরে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালায়।
হামলার সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় স্থানীয় কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও বিপ্লবকে পরোক্ষভাবে সহযোগিতা করেন নাম প্রকাশে অনেকে জানান। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট ছেলে মুনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন বলেন, আমরা স্থানীয় থানানপুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি আসামীদের গ্রেফতার না করে তাহলে আমরা জেলার সাংবাদিকগন বৃহত্তর আন্দোলনে নামবো।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে মুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।