খবরবাড়ি ডেস্কঃ
ছাত্র-জনতার বহুল আকাঙ্খিত ছাত্র সংগঠন “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি)২০২৫ ইং সংগঠনটি আত্মপ্রকাশ করে।
ওইদিন আবু বাকের মজুমদার
আহ্বায়ক, জাহিদ আহসান
সদস্য সচিব,প্রধান সংগঠক তাহমিদ আল মুদাসসির এবং আশরেফা খাতুন মুখপাত্র মনোনীত হন।
পরদিন বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করে সংগঠনটি।
সেখানে জায়গা পেয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আব্দুল্লাহ ইবনে জোবায়ের। কমিটিতে আব্দুল্লাহ ইবনে জোবায়েরকে যুগ্ন সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশের জুলাইয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর যারা শিক্ষার্থী নয় এমন নাগরিকদের নিয়ে সেপ্টেম্বরে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে এই দুই স্বতন্ত্র সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত হয় জনগণের আগ্রহ ও ভালোবাসার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটি(এনসিপি)।
জাতীয় নাগরিক পাটি গঠনের ২দিন পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে নিয়ে গড়ে উঠে “বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ”।আর এই সংগঠনে যুগ্ন সদস্য সচিব মনোনীত হন আব্দুল্লাহ ইবনে জোবায়ের।
কে এই জোবায়ের.?
পলাশবাড়ী পৌরসভার গাড়ানাটা গ্রামের মো.আজাদুল ইসলাম আজাদ ও মোছাঃ শাহনাজ রুমি দম্পতির ঘড়ে ১ জানুয়ারী, ২০০২ ইং সালে জন্ম গ্রহন করেন আব্দুল্লাহ ইবনে জোবায়ের।জোবায়ের স্থানীয় সুইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে পিএসসি,২০১৭ সালে পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০১৯ ঢাকা কলেজ থেকে এইচএসসি।এরপর ২০১৯-২০ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।বর্তমানে মাস্টার্স(আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)অধ্যয়নরত।
এদিকে ২৪ এর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের দায়িত্ব পালনের পাশাপাশা ঢাকায়
গণঅভ্যুত্থানে এবং ৪ আগষ্ট পলাশবাড়ীতে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন।
পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে নিয়ে বিভাগীয় সফরে নিজ এলাকা গাইবান্ধায় এসে সকলকে সংগঠিত করেন । ফেনীতে বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বন্যার্তদের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে । এছাড়াও প্রতি বিপ্লব ঠেকানোর জন্য সমস্ত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ।
এছাড়াও পলাশবাড়ী ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাহিত্য সংসদ এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আব্দুল্লাহ ইবনে জোবায়ের শৈশব থেকেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ গ্রহন করে-দাবা, স্কাউট, অভিনয়, আবৃত্তি, আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় থানা, জেলা এবং বিভাগীয় পর্যায় পুরস্কৃত হয়েছেন।
আমরা পলাশবাড়ী বাসী আব্দুল্লাহ ইবনে জোবায়ের এর সফলতা কামনা করছি।