খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজেন ২০২৪-২৫ অর্থবছরে (জানুয়ারি-মার্চ) কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশাতিয়াক আহামদ আবীর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম, সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন সরকার ও উদাখালী ইউপি সদস্য মোছা. শাহানা বেগম প্রমুখ। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য এবং সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মাসুদুর রহমান (মাসুদ)।
নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ। শিশুকে মাতৃদুগ্ধ দান। শিশু ও নারী অধিকার। শিশুর যথাযথ বিকাশসহ অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য। জন্ম নিবন্ধন ও শিক্ষাসহ নারীর ক্ষমতায়ন। নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ। পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন ছাড়াও নারী-শিশুর সচেতনতা। জেন্ডার সমতা ও নিরাপদ মাতৃত্বসহ বাল্য বিবাহ এবং ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.