খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর জাসাস-এর আয়োজনে এক ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা জাসাসের আহ্বায়ক সবুজ সরকার শুভ সভাপতিত্বে এবং পৌর জাসাসের আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় ইফতার দোয়া মহাফিলে ইফতার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক
অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাসাসের সভাপতি ফজলুল করিম আপু, পলাশবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা জাসাস যুগ্ম আহ্বায়ক জামশেদ রানা, রাজু মিয়া, মিন্ট মিয়া, সুজন মিয়া, মাহাবুর রহমান মাপু, আজাদুল ইসলাম, পৌর জাসাস যুগ্ম আয়বায়ক শামীম আকন্দ, সামাউন হক, ইমদাদুল হক, পলাশবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, পৌর স্বেচ্ছাসেককদল আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব হাসান ইমরান, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব হেলাল হোসেন, উপজেলা জাসাস সদস্য সচিব হানিফ সরকার নাজমুল ও পৌর জাসাস সদস্য সচিব ফোরাত কবি পিন্টু প্রমুখ।
বিশেষ দো’আ পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি পলাশবাড়ী প্রেস কাবের সভাপতি শাহ আলম সরকার।
গাইবান্ধা জেলার সাতটি থানা জাসাস-এর সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ানের সভাপতি, সাধারন সম্পাদক ও পৌর জাসাসএর ৯টি ওয়ার্ড সভাপতি সাধারণ ন সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.