খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার খোলাহাটী ইউনিয়নের মাঠবাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইলিয়াস হোসেন, সদর উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক তালহা জোবায়ের, সদর উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, সদর যুবদলের আহব্বায়ক ইউনুছ আলী দুখু, বল্লমঝার ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম সুমন, থানা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর আহমেদ ও ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মিদুল প্রমুখ।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু।