খবরবাড়ি ডেস্কঃ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে গাইবান্ধায় ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২১ মার্চ) জেলা শহরের আর-রহমান কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এতে অংশ নেন।