খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত সেই নারীর পরিচয় মিলেছে। নুরিনা বেগম (৪৩)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকার হযরত আলীর স্ত্রী এবং একই এলাকার নুরুল ইসলামের মেয়ে।
গত রোববার (২ মার্চ) রাত গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ছোটপুল নামক এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরিনা বেগম ঘটনাস্থলেই মারা যান।
নিহত নুরিনার বড় ভাই হারুন-অর-রশিদ জানান, রোবার দুপুরে তরকারিতে লবন কম হওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয় চোখে কম দেখতে পাওয়া স্বামী হযরত আলীর সাথে। পরে নুরিনা বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়। তাকে ওদিক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে তার ট্রেনে কাটা পড়ার খবর পাওয়া যায়।
সোমবার (৩ মার্চ) দুপুরে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।