খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ। এসময় সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান ছাড়াও সদর হাসপাতালে কনসালটেন্টবৃন্দসহ অন্যান্য চিকিৎসক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলায় মোট ২ হাজার ৩৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৬৭৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ৩ লাখ ১৭ হাজার ৪৩৮ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
Leave a Reply
You must be logged in to post a comment.