খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালির নতুন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা আজাদুল ইসলাম ও আবুল কালাম আজাদের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোহেল রানার সঞ্চালনায় অ্যাড.আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয় সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আনিসুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফসার উদ্দিন, দেওয়ান মানিক, আব্দুল কাফি মন্ডল, তৌহিদুর রহমান তুহিন, আতাউর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবলু আহমেদ গোলাম রহমান সুমন, আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক আজাদুল ইসলাম, আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা শাকার অতিরিক্ত পিপি অ্যাড. শাহনেওয়াজ খান আতা ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না, ত্যাগী ও কারানির্যাতিত নেতারা বিগত ১৭ বছর ধরে বাড়িতে ঘুমাতে পারেনি, আজ আমরা বিএনপি নেতাকর্মীরা একসাথে একযোগে চায়ের দোকানে কথা বলতে পারছি, একসাথে সুখ ও দুঃখের দুটো কথা বলছি, আর আমরা পিছিয়ে থাকতে চাই না।
Leave a Reply
You must be logged in to post a comment.