খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন ছাড়াও সাদুল্লাপুর প্রেস কাবের সাংবাদিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এরপর ওইসব বিষয়াদি বাস্তবায়নের আশ্বাস দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।