খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের শাখার যুব বিভাগের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারী) বিকেল ৫টায় উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীদের নিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন যুব বিভাগের উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম সামিউল্লাহ সলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ঈসলাইল হোসেন, সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল আজিজ প্রমুখ।