খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ কারবারী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনী (শ্রীরামপুর) এলাকার আবু বক্কার সিদ্দিক (৪৬) এবং তার স্ত্রী নূপা বেগম (৪১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসি করা হয়। এতে ২৫ বোতল ফেনসিডিলসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ বলেন, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে আরও মামলা রয়েছে বলেও জানান তিনি।