খবরবাড়ি ডেস্কঃ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সর্বস্তরের লোকজন গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১মিনিটে সাদুল্লাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ, সাদুল্লাপুর প্রেসকাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেইসাথে দিবসটি উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।