খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর এলাকার ভেকির বিলের ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রোববার সকাল ১১ টার দিকে এলাকার এক কৃষক ওই বিলের জমিতে যায়। এসময় অপরিচিত এক ব্যক্তির লাশ কাদাপানিতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার এ বিষয়ে বলেন, ভাতগ্রামের ভেকির বিলের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।