খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম । এতে বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ ও সাদুল্লাপুর রিপোর্টার্স কাবের সভাপতি শহিদুল হক। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলার মাদক, জুয়া, বাজার মনিটরিং, যানযট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অধিকতর গুরুত্বারোপ করে বিশদ আলোচনা করেন।