খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী সূতি মাহমুদ (এসএম) মডেল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় চত্বরে উন্মুক্ত মঞ্চে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুকুল ইসলাম, মাহমুদা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে শেখ জিসান, সিয়াম সরকার ও সাবিহা তাবাসুম আফিয়া প্রমুখ। বিদায়ী উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান। এসময় অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এবারের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের সাধারণ ও ভোকেশনাল শাখা থেকে ২’শ ৪৫ জন শিক্ষার্থী পরীায় অংশগ্রহন করবেন বলে জানা যায়।