খবরবাড়ি ডেস্কঃ “সমবায় শক্তি-সমবায় মুক্তি” শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের চেয়ারম্যান নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মো. ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কাল্ব লিঃ গাইবান্ধা জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান রুহুল আমিন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস-চেয়ারম্যান পলাশ কবির, সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার, ট্রেজারার আরশাদ আলী, ডিরেক্টর শাহনাজ বেগম ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক খন্দকার মো. আব্দুল কাদের প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের ডিরেক্টর মুনছুর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কাল্ব লিঃ পলাশবাড়ী উপজেলা ব্যবস্থাপক রেজাউল করিম। বার্ষিক সাধারণ সভার শুরুতেই ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারী নিখিল চন্দ্র সরকার।