খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সম্প্রতি অন্যত্র বদলী হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা তাপাদার। তিনি স্বীয় দায়িত্বের পাশাপাশি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্বপালন করছেন।
পলাশবাড়ীর এ কর্মস্থলে নতুন কোনো উপজেলা নির্বাহী অফিসার যোগদান না করা পর্যন্ত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন জেলার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল।