খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জিয়ামঞ্চের আয়োজনে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের ড্রীমল্যান্ড পার্কে দো’আ মাহফিল পূর্ব আলোচনা সভা উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ হোসেন লিয়ন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জিয়ামঞ্চ সদস্য সচিব মো. শহিদুর রহমান মন্ডল সুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা সাইদুর রহমান প্রধান, উপজেলা জিয়ামঞ্চের সদস্য সচিব জসিম উদ্দীন খান, হোসেনপুর জিয়ামঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম ও কিশোরগাড়ী ইউনিয়ন জিয়ামঞ্চ সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা জিয়ামঞ্চের যুগ্ম আহবায়ক কাজল মাহমুদ ও আসাদুজ্জামান লাভলু ছাড়াও উপজেলা ও ইউনিয়ন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়ামঞ্চের যুগ্ম আহবায়ক আয়নাল হক মাস্টার। শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দো’আ পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।