খবরবাড়ি ডেস্কঃ
“তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে
দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আল ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ,স শহীদুল্লাহ্ ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদস্য ৯ নং ওয়ার্ড পলাশবাড়ী পৌরসভা মোছাঃ আরজুমান আরা গুলেনুর,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,
পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিলটন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে।
সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।