খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দু’দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ এবং কাবিং-এ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে সন্ধায় বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো.আল-ইয়াসা রহমান তাপাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিা অফিসার মো. মাহমুদুল হাসান, ফেরদৌসি বেগম, আসাদুজ্জামান মন্ডল ও আব্দুল হান্নান মন্ডল প্রমুখ। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা।
উপজেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমত: ইউনিয়ন পর্যায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্যায় পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১শ’ ৬২টি পুরস্কার প্রদান করা হয়।