খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের ছাত্র ও যুব বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্র ও যুব বিভাগের সেক্রেটারি সহকারি অধ্যাপক হাফিজুর রহমান বেলাল। প্রোগ্রামটিতে প্রত্যেক ইউনিয়নের ছাত্র ও যুব বিভাগের টীম সদস্যগণ উপস্থিত ছিলেন।