খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারি মহাসচিব সাজাদুর রহমান সাজু।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে সহ-সভাপতি শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক ও সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান।
অন্যান্যের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ওয়াজেদ আলী, হেদায়েতুল ইসলাম সৌখিন, আবু তারেক, নাদিরা সরকার, খসরু মাহমুদ, শহিদুল ইসলাম খোকন, আব্দুল বাতেন লাবু, শামসুল ইসলাম, গোপাল মহন্ত, মুস্তাফিজুর রহমান, শেখ মামুন হাসান, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব, সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রতন ঘোষ, সাংবাদিক এসোসিয়েশনের সদস্য মশিউর রহমান বাবু, ওবায়দুর রহমান সাগর, আহাদ মাহমুদ, রিকন খান বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।