খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাসী কালে ২৫ বোতল ফেনসিডিলসহ মোত্তালেব (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাসিরাবাদ হিলালীপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে এক অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী কালে মোত্তালেবের ট্রাভেল ব্যাগে থাকা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোত্তালেব ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনী সাগর সোহরাবপাড়া গ্রামের সাহেব আলী ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।