খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জামায়াতে ইসলামী সাবেক আমীর নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আবুল কালাম আজাদ, হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব, গোবিন্দগঞ্জ প্রেস কাব সভাপতি রবিউল কবির মনু, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলনগোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, মুফতি মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা উপজেলা পরিষদের সকল দপ্তরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দেন।