খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের সমন্বয়ে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রংপুর বভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক ও সহকারি জেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.মিরাজুল ইসলাম। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।