খবরবাড়ি ডেস্কঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে গাইবান্ধায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও সদর উপজেলা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ ও সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবলু মিয়াসহ অন্যান্যরা। শেষে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করছে স্পন্দন শিল্পীগোষ্ঠীর শিল্পী রাতুল হাওলাদার মোস্তফা ও গীতাঞ্জলি সরকার কবিতা আবৃত্তিতে অংশ নেয় প্রসিদ্ধ সরকার। সংগীতে তবলায় ছিলেন উত্তম সরকার।