খবরবাড়ি ডেস্কঃ “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
স্থানীয় সরকার বিভাগে ভারপ্রাপ্ত উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলামের সভাপতি আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া ও গাইবান্ধা প্রেস কাবের সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।
বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখি। কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি। সঠিকভাবে রান্না করি। নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি। নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করাসহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোকপাত করা হয়।