খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় এবং জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধার যৌথ আয়োজনে ৯দিনব্যাপী উদ্যোক্তাদের জন্য মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আব্দুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাসিব গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক আলী কায়সার বাবুল, প্রশিক্ষণার্থীর পক্ষে হামিমা আক্তার তন্বী ও গোলাম কিবরিয়া। মার্কেটিং, বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৬০জন প্রশিক্ষণার্থীকে ২ ব্যাচের প্রশিক্ষণসহ সনদপত্র প্রদান করা হয়।