খবররাড়ি ডেস্কঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির গাইবান্ধা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। উপজেলার দারিয়াপুর হাইস্কুল মাঠে সম্মেলনে জেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মইশাল-এর সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, ময়নুল কবীর মন্ডল, এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, ইয়াদুল ইসলাম সাজু মাস্টার ও ওয়াহেদুন্নবী মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ। শেষে সাংগঠনিক অধিবেশনে ময়নুল কবীর মন্ডলকে সভাপতি ও এমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি নির্বাচন করা হয়।