খবরবাড়ি ডেস্কঃ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল তাই টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে লংকান নারীদের ৪ উইকেটে হারাল বাংলাদেশের নারীরা।
সিরিজের তৃতীয় এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশ তাদের ইনিংসের শুরুর দুই বলেই হারিয়ে বসে মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট। তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়ে দলকে সঠিক পথ দেখান সাদিয়া ও ফাহমিদা ছোঁয়া। সাদিয়ার (২৮ বলে ২৪) বিদায়ে ভাঙে জমে যাওয়া এই জুটি।
সাদিয়া বিদায় নিলেও অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রানের দারুণ এক জুটি গড়েন দারুণ ব্যাটিং করতে থাকা ফাহমিদা। ৪২ বলে ৩৮ রান করে আউট হন ফাহমিদা। সুমাইয়া ১৩ রান করেন। শেষদিকে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আফিয়া আশিমা।
এর আগে, শ্রীলংকার ইনিংসে বল হাতেও দারুণ ঝলক দেখান বাংলাদেশের ফাহমিদা। ১৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন তিনি। ১৭ রান খরচায় ২ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। লংকানদের হয়ে ১৯ বলে সর্বোচ্চ ২৪* রান করেন হিরুনি হানসিকা।
আগামী বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে বাংলাদেশ জয় পেলে সিরিজ ভাগাভাগি করবে দুই দল। এই সিরিজটি ছিল মূলত নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। এই সিরিজটি শেষ করে আগামী শনিবার শ্রীলংকা থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ। (সূত্র: দৈনিক আমাদেরসময়)