গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি সেচ পাম্পের পাশে থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সেচ পাম্প এলাকায় তিনটি ট্রান্সফরমার ছিল। এরমধ্যে একটি উধাও হয়েছে এবং আরেকটি মাটিতে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে কোনো সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে এসেছিল। এসময় একটি পিলারে থাকা ট্রান্সমিটার চুরি করলেও বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সফরমার রেখে পালিয়ে যায় চোরের দল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম ব্যাপারীর বরেন্দ্র সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাদুল্লাপুর খানা অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাদল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি বলতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।