খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা গাইবান্ধার সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নাজমুল হাসান সোহাগ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সৌরভ আহমেদ। এসময় বক্তব্য রাখেন- রাশেদুল ইসলাম জুয়েল, আবু তাহের, অতুল সাহা, শরিফুল ইসলাম আকাশ, ফিদা হাসান, এ আর আতিক, মাসুদ মিয়া, মুজাহিদ ইসলাম, বায়জিদ বোস্তামী জিম, মাহমুদ নাসের, রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। এছাড়ার জেলার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে- অভ্যুত্থানে শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতেছে এই সংগঠনটি। খুব শিগগির সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠন করা হবে। এ কমিটিতে সকল পেশা-শ্রেণির মানুষের যুক্ত থাকার সুযোগ রয়েছে বলেও জানান তারা।