খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ২৭) ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১২৪ জন ভোটারের মধ্য ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫টি ভোট বাতিল করা হয়।
ভোট গণনা শেষে সভাপতি পদে গোলাম মোস্তফা (ছাতা) ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি সামছুল আলম (চেয়ার) পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে মোনারুল ব্যাপারী (আনারস) ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক আলী (তালাচাবি) পেয়েছেন ২৮ ভোট এবং রাজা মিয়া (মোটরগাড়ি) পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে আতাউল হক (মই) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল জলিল প্রধান (প্রজাপতি) পেয়েছেন ২২ ভোট। নির্বাচন কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ।
উল্লেখ্য’ গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আউয়াল (মাছ), সহ-সাধারণ সম্পাদক পদে সাবু ব্যাপারী (গরুর গাড়ী) এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল (আম) কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।