খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় সংবর্ধিত সভাপতি রবিউল কবির মনু ছাড়াও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি গোপাল মোহন্ত, খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং বর্তমান সহ-সভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন,দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, সদস্য বিপ্লব হাসান, আব্দুল হান্নান আকন্দ ও অজয় চাকী প্রমূখ।