খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় সাংবাদিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীবী রায়হান ফরহাদ লিখনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত সাংবাদিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীবী দৈনিক আলো প্রতিদিন পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি রায়হান ফরহাদ লিখনের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এরআগে ১৪ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানায় ২০১৪ সালের একটি ঘটনায় সাংবাদিক রায়হান মোস্তফা কামাল সুমনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পৌর এলাকার শিল্পপাড়া বর্ধনকুঠি মহল্লার নুরন্নবী প্রধানের ছেলে তায়ারাত তানভীর প্রধান।
সাংবাদিক রায়হান মোস্তফা কামাল সুমন রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকা ও গোবিন্দগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গোবি খবর অনলাইন পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দুই সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ঘটনায় মামলা নেওয়ার সত্যতা স্বীকার করেন।