খবরবাড়ি ডেস্কঃ “মাদককে না বলি, সুস্থ সবল জীবন গড়ি” এই শ্লোগানে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিহ হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক শাহ্ নেওয়াজ, বিআরটিএর সহকারি পরিচালক রবিউল ইসলাম ছাড়াও প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহণ করেন গাইবান্ধা জেলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট জেলা ফুটবল একাদশ। খেলায় গাইবান্ধা জেলা দল জয়পুরহাট দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গাইবান্ধা দলের হাবিবা দু’টি গোল করে ম্যান অফ দা ম্যাচ হয়। এছাড়াও আসমা ও রাত্রি একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন দেবাশীষ চক্রবর্তী দেবু, আশরাফুল ইসলাম ও আসাদ মাহফুজ সরকার জাপান।