গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা বিএনপির নাম ব্যবহার করে অফিস-আদালতে কেউ কেউ অবৈধভাবে সুবিধা নেয়ার চেষ্টা করছে। যদি কেউ এধরণের অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করে তাহলে সভাপতি অথবা সাধারণ সম্পাদককে অবগত করার জন্য অনুরোধ করা হলো। যদি কেউ প্রভাবিত হয়ে কাউকে অবৈধ সুবিধা প্রদান করেন সেক্ষেত্রে জেলা বিএনপি কোন দায় দায়িত্ব বহন করবে না।