গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে তরুলতা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১৫ নভেম্বর) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অনেক নারী-পুরুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। সেইসাথে সংগঠনটির সদস্য সংগ্রহও করা হয়।
এ কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সংগঠনের সহ-সভাপতি নুরী আরশী লিসা, সাধারণ সম্পাদক সাকিব রেজওয়ান রিফাত, সহ-সাধারণ সম্পাদক জাকিয়া তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক লোকমান হোসেন ও ব্লাড বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান সজিব জানান, বিশ্বের কোনো ডাক্তার এ পর্যন্ত রক্তের প্রয়োজনে বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি। তরুলতা রক্তদান সংগঠন একটি সেবা দান প্রতিষ্ঠান। এ সংগঠনটি রক্তের প্রয়োজনে সবসময় মানুষের পাশে আছে। রক্তের প্রয়োনীয়তা বিবেচনা করেই তরুলতা রক্তদান সংগঠনটি ২০১৯ সাল হতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করে আসছে।