গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল জলিল সরদার (৭৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের একটি ডুবুরি দল। আব্দুল জলিল সরদার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও নিখোঁজের স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে আব্দুল জলিল সরদার দক্ষিণ সাথালিয়া এলাকার যমুনা নদীতে গোসল করতে যান। এসময় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খোঁজাখুঁজি করছেন।
সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।